211
আগরতলা : প্রতিবছর সাড়ম্বরে শ্যামা মায়ের পূজা হয়ে থাকে রাজধানীর পুরনো মোটর স্ট্যান্ড শনিতলা কালী পূজা কমিটির উদ্যোগে। পূজাকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীও হাতে নেয় কমিটি ও স্থানীয় ক্লাব বিবিসি। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। শুক্রবার পূজা কমিটি ও ক্লাবের উদ্যোগে হয় রক্তদান শিবির। এদিন বনমালীপুর বি বি সি ক্লাব প্রাঙ্গণে হয় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজ সেবী তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পুর নিগমের কর্পোরেটর অলক ভট্টাচার্য সহ পূজা কমিটি ও ক্লাবের কর্মকর্তারা। এধরনের শিবির আয়োজন করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান অতিথিরা। শিবিরকে ঘিরে রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।