আগরতলা : সবার জন্য আয়ুর্বেদ। এই ভাবনায় এবছর জাতীয় আয়ুর্বেদ দিবস উদযাপন করা হয় রাজ্যে। শুক্রবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জাতীয় আয়ুর্বেদ দিবসের রাজ্য ভিত্তিক অনুষ্ঠানের সূচনা করেন যুব বিষয়ক ক্রীড়া, সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা এবং শ্রম দফতরের মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব ডা: সন্দ্বীপ আর রাঠোর, স্বাস্থ্য অধিকারের অধিকর্তা , পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা , মেডিক্যাল এডুকেশন দফতরের অধিকর্তা , জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা সহ অন্যরা।এবারের জাতীয় আয়ুর্বেদ দিবসের মূল ভাবনা হলো প্রতিদিন সবার জন্য আয়ুর্বেদ। এবার ছাত্র, কৃষক, এবং জনসাধারণকে আয়ুর্বেদ সম্পর্কে সংবেদনশীল করার জন্য এই দিবসে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবং সারা ভারতে মাসব্যাপী উদযাপন করা হবে। এছাড়া স্কুল ছাত্রছাত্রীরা আয়ুর্বেদকে কাজে লাগিয়ে কীভাবে তাদের শরীর ও মন ভাল রাখতে পারে সেই বিষয়টিকেও প্রাধান্য দেওয়া হয়েছে। এজন্য বিভিন্ন স্কুলে স্বাস্থ্য শিবির করা হয়েছে।প্যারাডাইস চৌমুহনীতে ৫০ শয্যার নতুন বিল্ডিং করা হয়েছে। সেখানে পঞ্চকর্ম থেকে শুরু করে অগ্নিকন, জলৌকর্ম, মর্ম চিকিৎসা শুরু হয়েছে। প্রায় সমস্ত ধরণের আয়ুর্বেদিক ওষুধ বিনামূল্যে রোগীদের দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত রাজ্যে ৩৮ টি আয়ুষ হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার চালু হয়েছে। আগামীদিনে আরও ৪৮৭টি, আয়ূষ হেলথ এন্ড ওয়েলনেস সেটটি চালু হবে। অনুষ্ঠানে এদিন ডা: কিশোর দেববর্মা, ডা: বিজয় চৌধুরী, ডা. শৈবাল চন্দ্র পন্ডিত, ডাঃ অভিজিৎ সাহা, ডা: মলিল দাসকে লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড-এ সম্মান জানানো হয়। স্টেট আয়ুর্বেদিক হাসপাতালকে এওয়ার্ড ফর এক্সিলেন্স ইন হেলথ কেয়ার সার্ভিস” এওয়ার্ড-এ সম্মান জানানো হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরীতে ৬ জন আয়ুর্বেদিক চিকিৎসককে সম্মান জানানো হয়েছে।অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বিভিন্ন বিষয় তুলে ধরেন।