আগুনে মাথায় হাত মাস্টার পাড়ার এক পরিবারের

আগরতলা : কালী পূজার রাতে বাজির আগুনে সর্বস্বান্ত এক পরিবার। মাথায় হাত দুই ভাই- বোনেরা। অল্পেতে রক্ষা পেল ঘনবসতি এলাকা।রবিবার ঘটনাটি ঘটে রাজধানীর মাস্টারপাড়া এলাকায়। এক বাড়ির দুই ভাই-বোন বিশাল দেব ও প্রিয়া দেব পরিবার নিয়ে থাকেন। আলোর উৎসের দিনে ঘটলো বিপত্তি। অন্য জায়গা থেকে বাজির ফুল্কি এসে পড়ে তাদের বাড়ির টিনের ছাউনিতে। এতে বিপত্তি বাঁধে। রাতের বেলা বাড়ির লোকজনের অজান্তে টিনের ছাউনিত আগুন লেগে যায়। মুহূর্তে আগুনের লেলিহান শিক্ষা দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। ঘর থেকে লোকজন বেরিয়ে এলেও কোন জিনিস বের করতে পারেনি। খবর পেয়ে দমকল ও এলাকার লোকজন ছুটে আসে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে যায় ঘরে থাকা সমস্ত জিনিস, নগদ অর্থ ও নথিপত্র। সর্বস্বান্ত হয়ে যায় পরিবারটি। বাড়ির মালিক বিশাল দেব জানান আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস