আগরতলা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে চলেছে।নরেন্দ্র মোদী সমাজের সকল অংশের মানুষের জন্য কাজ করে চলেছেন।তাই বিজেপির যুব সংগঠন বুথ স্বশক্তিকরণ করার উদ্যোগ নিয়েছে। শুক্রবার যুব মোর্চার এক কর্মসূচীতে অংশ নিয়ে একথা বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। লোকসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি ও দলের বিভিন্ন মোর্চা। উৎসব সাঙ্গ হতেই ময়দান মুখী বিজেপি। সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে করতে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে কর্মসূচী।বসে নেই বিজেপির যুব সংগঠনও।ভারতীয় জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশের উদ্যোগে রাজ্য কমিটির বৈঠক ও মন্ডল স্বশক্তিকরণ অভিযান কর্মশালা হয়।শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে এর উদ্বোধন করেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন সর্বভারতীয় মিডিয়া ইনচার্জ যুব মোর্চার আইনজীবী অমরদ্বীপ সিং, ভারতীয় জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশের সভাপতি নবাদল বণিকসহ অন্যান্যরা। কর্মশালায় যুব সংগঠনের প্রদেশ সভাপতি বলেন,আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুথ স্তরকে আরো স্বশক্তিকরণের লক্ষ্যেই এই কার্যক্রম। কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি তুলে ধরা হবে এই কার্যক্রমের মধ্য দিয়ে। যে সকল বুথ এবং মন্ডলকে এখন পর্যন্ত স্বশক্তিকরণ করা সম্ভব হয়নি, সে সকল বুথ এবং মণ্ডলকে এই কার্যক্রমের মধ্য দিয়ে স্বশক্তিকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
বিজেপি যুব মোর্চার বুথ স্ব-শক্তিকরণ কর্মসূচী আগরতলায়
164