আগরতলা : ত্রিপুরায় বিজেপি সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছেয়ে গেছে।বিজেপি আর দুর্নীতি একে অপরের পরিপূরক হয়ে গেছে। শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই বিস্ফোরক অভিযোগ করলেন দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেসের কর্মচারী নেতা শান্তি রঞ্জন দেবনাথ সহ অন্যরা। প্রদেশ মুখপাত্র প্রবীর চক্রবর্তী বিজেপি সরকারের দুর্নীতি নিয়ে সরব হন এদিন তিনি অভিযোগ করেন, সরকারি টাকা শুধু লুন্টণ হচ্ছে না, জমি মাফিয়া, বিজেপি কার্যকর্তা শুধু নয়, সরকারি আধিকারিকদের একাংশ জনগণের সম্পত্তি, সরকারি জমি লুট করছে। প্রবীর বাবু অভিযোগ করেন সব ক্তি সরকারি দপ্তর দুর্নীতির আখড়ায় পরিণত হচ্ছে। মন্ত্রী- বিজেপি নেতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কে কত বেশি সম্পদ আহরণ করতে পারেন।পাশাপাশি এদিন সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপাত্র জানান ১৯ নভেম্বর প্রয়াত প্রাক্তন প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৬ তম জন্মতিথি উদযাপন করা হবে কংগ্রেসের তরফে সারা দেশের সঙ্গে রাজ্যেও। জাতীয় কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে এদিনটি সংহতি দিবস হিসেবে পালনের। তিনি জানান রাজ্যের সমস্ত জায়গায় কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলনের পাশাপাশি ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।
বিজেপি সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছেয়ে গেছে- কংগ্রেস
316
previous post