টেট উত্তীর্ণ ৩৬১ জনকে একসঙ্গে নিয়োগের দাবি

আগরতলা : দাবি জানিয়ে এলেও ২০২২ সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের একসঙ্গে নিয়োগ করা হচ্ছে না। তাই ফের ৩৬১ জন উত্তীর্ণকে এক সঙ্গে নিয়োগের জন্য শিক্ষা ভবনে আসেন টেট উত্তীর্ণরা।মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও এই আহ্বান রাখেন তারা। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের অভাব। কোন মতে চলছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান।অভিযোগ কয়েক হাজার শিক্ষকের শুন্যপদ রাজ্যে পড়ে থাকলেও কোন হেলদোল নেই নিয়োগের ব্যাপারে। অথচ পাস করা বেকার বসে রয়েছে রাজ্যে। দীর্ঘ দিন ধরেই ২০২২ সালের টেট উত্তীর্ণরা নিয়োগের জন্য দাবি জানিয়ে আসছেন। এই অবস্থায় সোমবার তারা অফিসলেন শিক্ষা ভবনে টি আর বি টি অফিসের সামনে সামনে একটি দাবি নিয়ে।

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস