ডিসেম্বরে রাজ্যে আসবেন রাহুল- প্রিয়াঙ্কা

আগরতলা : চলতি বছরের ডিসেম্বর মাসে ত্রিপুরায় আসতে চলেছে কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী। তবে দিন- তারিখ এখনও ঠিক হয়নি। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে একথা জানান দলের সর্বভারতীয় ইনচার্জ জারিতা লাইটফ্লাং।ত্রিপুরেশ্বরীর দর্শন করতে ও সাংগঠনিক বিষয়ে কথা বলতে কংগ্রেসের দুই সর্বভারতীয় নেতা-নেত্রী আসার আভাষ আগেই দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের রাজভবন অভিযানে অংশ নিতে প্রিয়াঙ্কা গান্ধীর আসার কথা। কিন্তু পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের কাজে তারা ব্যস্ত থাকায় এখনই আসছেন তিনি। তবে মঙ্গলবার জারিতা লাইটফ্লাং জানান ডিসেম্বরেই আসবেন দুই সর্বভারতীয় নেতৃত্ব।তিনি জানান তারিখ এখনও ঠিক হয়নি। তিনি জানান পাঁচ রাজ্যের ফলাফল ঘোষণার পরে পৃথক পৃথক ভাবে দুই নেতা- নেত্রী রাজ্যে আসবেন। তাদের অফিসের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জারিতা লাইটফ্লাং জানান। ডিসেম্বরের দ্বিতীয় কিংবা তৃতীয়া সপ্তাহে আসতে পারেন তারা।

Related posts

Offers for Group D post to be released soon: CM

CM listens to PM Modi’s Mann Ki Baat

সাহিত্যিক ধবল কৃষ্ণ দেববর্মণের হাত ধরে প্রাক-উন্মোচন মাস্টার অব টাইম-র