আগরতলা : পূর্বতন বাম সরকারের সময়ে রাজ্যে ২৩ টি মহকুমার মধ্যে অনেক মহকুমায় এস ডি এম ছিলেন এস সি , এস টি অফিসাররা। কিন্তু বর্তমান সরকারের সময়ে যোগ্য অফিসার থাকলেও তাদের মহকুমা শাসকের পদে খুব কম অফিসারকে পদে বসানো হয় না। তাদের বঞ্চিত করা হচ্ছে। মঙ্গলবার বিধানসভায় নিজ অফিসে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। এদিন বিভিন্ন বিষয় নিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এসব বিষয় দেখার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান রাখেন। বিরোধী দলনেতা বলেন, একই দিনে পদোন্নতি পাওয়ার পরও দুই অফিসারকে দুই পদে বসানো হয়েছে। একজনকে গুরুত্বপূর্ণ পদে বসানো হল, আরেক জনকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। এমনটা কেন হবে প্রশ্ন তুলেন অনিমেষ বাবু। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ব্যস্ত মানুষ। তবে উনাকে আরও সিরিয়াস হতে হবে। তিনি বলেন সংরক্ষণ তৈরি করা হয়েছে সমাজে পিছিয়ে পড়া, আর্থিক ভাবে দুর্বলদের টেনে তোলার জন্য।সংরক্ষণ প্রথা নিয়েও অনিয়মের অভিযোগ করলেন বিরোধী দলনেতা।
সাংবাদিক সম্মেলনে সরকারের বিরুদ্ধে তোপ বিরোধী দলনেতার
266
previous post