জাতীয় যোগা আসর হবে ত্রিপুরায়

আগরতলা : ৬৭ তম স্কুল ক্রীড়ার আসর বসছে ত্রিপুরায়। ৫ দিন ব্যাপী অনূর্ধ্ব-১৭ বালক-বালিকা বিভাগে জাতীয় এই আসর হবে আগরতলা এনএসআরসিসি-তে। এই প্রতিজগতা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। বুধবার মহা করণে সাংবাদিক সম্মেলনে একথা জানান ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। তিনি জানান, দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা এতে অংশ নেবে। প্রায় ৩ শতাধিক প্রতিনিধি এতে অংশ নেবেন। রাজ্যে স্কুল স্পোর্টস বোর্ডের অধীন জাতীয় স্তরের যোগার এই আসর প্রথম হচ্ছে। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে এই প্রতিযোগিতার সূচনা হবে। বাইরের রাজ্যের প্রতিযোগিতা রাজ্যে আসা শুরু করে দিয়েছেন। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, অধিকর্তা সত্যব্রত নাথ সহ অন্যরা।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে