ফের নিয়োগের দাবিতে ২ও২২ সালের এসটিজিটি উত্তীর্ণরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখলেন

আগরতলা : রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও নিয়োগ করছে না শিক্ষ দপ্তর। অভিযোগ যোগ্য প্রার্থী রাজ্যে থাকার পরেও নেই কোন নিয়োগ। ২০২২ সালে এস টি জিটি উত্তীর্ণরা নিয়োগের দাবিতে প্রায় ১৫ মাস ধরে দাবি জানিয়ে আসছে দপ্তরের কাছে। অভিযোগ কোন কর্ণপাত করছে না শিক্ষা দপ্তর।শিক্ষক স্বল্পতা অনেকটাই দুরী করণ করা যাবে যদি তাদের নিয়োগ করা হয়। কিন্তু দপ্তর করছে না। তাই শনিবার ২০২২ সনের এসটিজিটি উত্তীর্ণ বেকাররা সিটি সেন্টারের সামনে প্ল্যাকার্ড নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন রাখেন তাদের দ্রুত্নিয়গের বিষয়ে পদক্ষেপ নেওয়ার। এদিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যোগ্য বেকাররা সিটি সেন্টারের সামনে আসেন নিজেদের গাঁটের পয়সা খরচ করে। অনেকের বয়সও উত্তীর্ণ হয়ে যাচ্ছে। তাই সব দিক বিবেচনা করে তাদের একসঙ্গে নিয়োগ করার আবেদন ফের রাখেন এস টি জি টিরা।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল