আগরতলা প্রেস ক্লাবে শারদীয়া সম্মিলনী

আগরতলা : জীবন থেকে উঠে আসা গান কিংবা সংস্কৃতি যদি জায়গা না পায়, এটা চর্চার যদি কোন সুবিধা না থাকে তাহলে এই সংস্কৃতির মরণ হয়। সংস্কৃতি আমাদের জীবনকে নতুন দিশা দেখায়।আগরতলা প্রেস ক্লাবে শারদীয়া সম্মিলনীতে একথা বললেন প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য।তিনি আরও বলেন সকলে চায় সমস্ত ভাষার সংস্কৃতি যাতে বিকশিত হতে পারে।রবিবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাব ও বাংলা সংস্কৃতি বলয়ের যৌথ উদ্যোগে হয় শারদীয়া সম্মিলনী। আগরতলা প্রেস ক্লাবেই হয় অনুষ্ঠান। আগরতলা প্রেস ক্লাব রাজ্যের শিল্প-সাহিত্য চর্চার অন্যতম কেন্দ্র হিসেবে পরিগণিত তেমনি বাংলা সংস্কৃতি বলয়ও একটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।এদিন ছোট শিশুদের পাশাপাশি বড়রাও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি ছাড়াও কার্যকরী সদস্য সৌরজিত পাল, বাংলা সংস্কৃতি বলয়ের কর্মকর্তারা।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে