আগরতলা : পূর্বতন সরকার মুখে শ্রমিক দরদের কথা বলে বড় বড় ডায়লগ দিত। মিছিল- মিটিং-এ লম্বা লাইন করাতো। রবিবার অল ত্রিপুরা সরকারি খাদ্য গুদাম শ্রমিক সংঘের প্রথম ত্রিবার্ষিকী রাজ্য সম্মেলনে একথা বললেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন আগরতলা বটতলার টিআরটিসি প্রাঙ্গণে হয় মজদুর মনিটরিং সেলের অধীন এই সংগঠনের সম্মেলন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকরা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, মজদুর মনিটরিং সেল-র রাজ্য সভাপতি বিপ্লব কর সহ অন্যরা। এদিন সম্মেলন শেষে গঠিত হয় নতুন রাজ্য কমিটি অল ত্রিপুরা সরকারি খাদ্য গুদাম শ্রমিক সংঘের। সম্মেলনে আলোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন, এইবার প্রথম খাদ্য গুদামের শ্রমিকদের দুর্গা পূজার বোনাস দেওয়া হয়েছে দুই হাজার টাকা করে। কিন্তু আগে যারা শ্রমিকদের কথা বলতো তারা কোনদিন দেয়নি। তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন আপনারা যাতে আগামী দিনে আপনাদের কাজ সুন্দর ভাবে করতে পারেন উৎসাহ দেওয়ার জন্য সরকার আপনাদের পাশে রয়েছে। বোনাস হিসেবে দুই হাজার টাকা দেওয়া হয়েছে।রাজ্যে ৬৩ টি সরকারি গুদামে ৬৩৫ জন শ্রমিক কাজ করেন।
অল ত্রিপুরা সরকারি খাদ্য গুদাম শ্রমিক সংঘের প্রথম ত্রিবার্ষিকী রাজ্য সম্মেলন হয়
151