লোকসভা নির্বাচন সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা : লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টিও প্রস্তুতি শুরু করে দিয়েছে। বুথ স্তর থেকে সংগঠন সাজানোর কাজ শুরু হয়ে গেছে। নির্বাচনকে সামনে রেখে রবিবার বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক হয় আগরতলায়। এদিন গীতাঞ্জলি গেস্ট হাউসে হয় ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক বৈঠক।বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনেন উপস্থিত নেতৃত্ব। নির্বাচনে কি ভুমিকা থাকলে বুথ স্তর পর্যন্ত তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ, সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা। বৈঠকে যোগ দেন সমস্ত মন্ত্রী, বিধায়ক সহ প্রদেশ স্তরের নেতারা।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের