আগরতলায় রাজপথে পোড়ানো হল সুশাসনের প্ল্যাকার্ড

আগরতলা : সন্তান বিক্রির রেশ কাটার আগেই জীবন যন্ত্রণায় অভাবের তাড়নায় এক সঙ্গে মেয়ে-বাবা-মা আত্মহত্যা করেছে তিনজন মেলাঘরে।আর মানুষের টাকায় রাজ্যের মুখ্যমন্ত্রী উৎসব- জলসা করে বক্তৃতা করছেন। নিজের ছবি প্রচার করে সুশাসনের প্রচার করছেন। তাই এই দুঃশাসনের কথা মানুষকে মনে করিয়ে দিতে এই আত্মহত্যার ঘটনা দ্রুত বন্ধ করার জন্য , সুশাসনের সরকার যারা চালাচ্ছেন তাদের ঘুম ভাঙানোর জন্য রাজপথে বাম ছাত্র- যুবরা। শুক্রবার আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে বিক্ষোভ কর্মসূচীতে এই মন্তব্য করেন যুব নেতা নবারুণ দেব। তিনি বলেন যারা সুশাসনের ছবি সেঁটে প্রচার করেছেন তাদের ছবি পোস্টার পুড়িয়ে বাম ছাত্র- যুবরা জানান দিতে চাইছে রাজ্যের মানুষ টাকার অভাবে খাবারের অভাবে যে আত্মহত্যা করছে তা বন্ধ করার। সন্তান বিক্রি, নেশার বাণিজ্য বন্ধ করে সরকার যেন ন্যূনতম মানুষের দায়িত্ব নেয়।এদিন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন , উপজাতি যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়ন যৌথ ভাবে এই কর্মসূচী নেয়। উপস্থিত ছিলেন ৪ সংগঠনের নেতৃত্ব।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের