৯ দিন ব্যাপী আগরতলা পুস্তক মেলা শুরু হচ্ছে ৯ ডিসেম্বর

আগরতলা : ৯ দিন ব্যাপী আগরতলা পুস্তক মেলা শুরু হচ্ছে ৯ ডিসেম্বর। ১৬ তম পুস্তক মেলা চলবে ১৭ তারিখ পর্যন্ত আগরতলা শিশু উদ্যানের একাংশে। ২০০৫ সালের নভেম্বর মাসে ত্রিপুরা পাবলিশার্স গিল্ড প্রথমবারের মতো আগরতলা পুস্তকমেলা’র আয়োজন করে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে। ২০১৯ পর্যন্ত টানা পনেরো বছর এই মেলার আয়োজন করে পুস্তক মেলা। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের পর আগরতলা সরকারি বইমেলার মতোই, পুস্তকমেলাও স্থানান্তরিত হয়েছে শিশু উদ্যান, উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ হয়ে পুনরায় শিশু উদ্যানে।করোনার জন্য ২০২০ সাল থেকে তিন বছর বন্ধ ছিল মেলা। ফের এবছর আবার সেই উদ্যোগ নেওয়া হয়েছে। আগরতলা পুর নিগমে আবেদন করে শিশু উদ্যানের উত্তর- পূর্বাংশ ব্যবহারের অনুমতি পাওয়া গেছে। ষোলতম এই পুস্তকমেলার উদ্বোধন হবে ৯ ডিসেম্বর সন্ধ্যা পাঁচটায়। চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।মেলায় প্রায় ৪০ জন অংশ নেয়। পুস্তকমেলার মঞ্চে গিল্ডের বিভিন্ন পুরস্কার বিতরণ, কবি সম্মেলন, আলোচনাসভা, বিতর্ক, শ্রুতিনাটক সহ প্রতিদিন থাকবে নানা আকর্ষক ও মনোগ্রাহী অনুষ্ঠান।সম্মেলনে উপস্থিত ছিলেন সম্পাদক অজিত দেববর্মা, প্রাক্তন সম্পাদক দেবানন্দ দাম, প্রাক্তন সভাপতি রঘুনাথ সরকার, সহ-সভাপতি শুভব্রত দেব।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের