আগরতলা : পূর্ব আগরতলা থানার পুলিসের সাফল্য। তিন চোর সহ চুরি যাওয়া বিভিন্ন জিনিস উদ্ধার করতে সক্ষম হল পুলিস। ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস। আগরতলা শহরের বিভিন্ন জায়গায় প্রায়শই ঘটে চুরির ঘটনা। মানুষের বাড়ি ঘরেই শুধু নয়, বিভিন্ন জায়গায় মোটর বাইক সহ, টম টমের ব্যাটারি চুরি করে নিচ্ছে চোরের দল। অভিযোগ একাংশ নেশাকারবারের যুক্ত লোকজন যে চুরির কাণ্ড সংঘটিত করছে তা ফের প্রমান মিলল। বুধবার পূর্ব আগরতলা থানার পুলিস প্রথমে দুই চোরকে আটক করে। তাঁরা এদিন একটি টম টম চুরি করে ব্যাটারি খোলার সময়ে পুলিসের হাতে ধরা পড়ে। পশ্চিম জেলার পুলিস সুপার জানান, ধৃতরা নেশা কারবারের সঙ্গেও যুক্ত। তাদের জিগাসাবাস চালাতেই আরও একজনের নাম বেরিয়ে আসে। পুলিস তল্লাশি চালিয়ে উদ্ধার করে টম টমের ব্যাটারি, জলের মোটর ,ল্যাপটপ ও মোবাইল। পুলিস সুপার জানান তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস।
৩ চোর সহ চুরির সামগ্রী উদ্ধার করলো পূর্ব থানার পুলিস
181