১১ ডিসেম্বর থেকে কৃষকদের কাছ থেকে সরকারী ভাবে ধান কেনা শুরু হবে

আগরতলা : বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের কৃষকদের কাছ থেকে সহায়কমূল্যে ধান কেনা শুরু হয়। প্রথম বছরে ধান কেজি প্রতি কেনা হয় ১৭ টাকা ৫০ পয়সায়। প্রতি বছর এই দাম বৃদ্ধি করছে সরকার।এবছর সহায়ক মূল্য ধার্য করা হয়েছে ২১ টাকা ৮৩ পয়সা। খারিফ মরশুমে এই মূল্যে সারা রাজ্যে কৃষকদের কাছ থেকে ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে আলোচনা করতে শনিবার ভার্চুয়াল রাজ্যের সমস্ত মহকুমা শাসক, জেলা কৃষি আধিকারিক সহ সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের সভাপতিত্বে। বৈঠক শেষে মহাকরণে সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান ধারাবাহিকতা বজায় রেখে এবারও ধান কেনা হবে। ৪০ হাজার মেট্রিকটন ধান কেনা হবে সারা রাজ্যের কৃষকদের কাছ থেকে সহায়কমূল্যে চলতি মাসে। তিনি জানান ডিসেম্বরের ১১ তারিখ থেকে শুরু হবে ধান কেনা। আর এর সূচনা হবে সিপাহীজলা জেলা থেকে। অন্যদিকে কৃষি মন্ত্রী রতন লাল নাথ তুলে ধরে জানান বিজেপি সরকার আসার পড়ে শুরু হয় রাজ্যের কৃষকদের কাছ থেকে ধান কেনা।তিনি প্রতি বছরের তথ্যও তুলে ধরেন। এর আগে কোনদিন কৃষকদের কাছ থেকে ধান কেনা হয়নি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার, দপ্তরের অতিরিক্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা, কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র