একসঙ্গে তিনজনের মৃত্যুর ঘটনার কারণ বের করার দাবি অনিমেষের

আগরতলা : একসঙ্গে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনার ভালো ভাবে তদন্ত করা প্রয়োজন। কি কারণে এই ঘটনা তা জানা দরকার। সেজন্য সুষ্ঠু তদন্ত্বের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। তিনি বলেন আত্মহত্যার কারণ উদঘাটন যাতে হয়। পুলিস তদন্তে নেমেছে। এভাবে তিনটি প্রাণ আত্মহত্যা করতে পারে না। অভাবের কারণে না হোক অন্য কোন বিষয় থাকবে এর পেছনে। উল্লেখ্য,শুক্রবার মেলাঘর পুর পরিষদের ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা চিন্তাহরণ পাল সহ উনার স্ত্রী ও যুবতী মেয়ের মৃতদেহ একসঙ্গে পাওয়া যায় একই বিছানায়। ধারণা তারা আত্মহত্যা করেছে একসঙ্গে। ঘটনা জানাজানি হতেই সর্বত্র চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কি কারণে তিনজন একসঙ্গে চরম পথ বেছে নিয়েছে তা নিয়েও উঠছে প্রশ্ন। শনিবার সেই বাড়িতে যান বিরোধী দলনেতা অনিমেহস দেববর্মা। তিনি মৃতদের আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। মৃত্যুর ঘটনার কারণ বের করার দাবি জানান।

Related posts

বাজেটের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী- কেন্দ্রীয় অর্থমন্ত্রীর গুণকীর্তন মুখ্যমন্ত্রীর

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় মেতে উঠতে প্রস্তুত সকলে

রবীন্দ্র ভবনে শুরু হল দুই দিন ব্যাপী নর্থ ইস্ট জাপান ক্যারাভান