একসঙ্গে তিনজনের মৃত্যুর ঘটনার কারণ বের করার দাবি অনিমেষের

আগরতলা : একসঙ্গে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনার ভালো ভাবে তদন্ত করা প্রয়োজন। কি কারণে এই ঘটনা তা জানা দরকার। সেজন্য সুষ্ঠু তদন্ত্বের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। তিনি বলেন আত্মহত্যার কারণ উদঘাটন যাতে হয়। পুলিস তদন্তে নেমেছে। এভাবে তিনটি প্রাণ আত্মহত্যা করতে পারে না। অভাবের কারণে না হোক অন্য কোন বিষয় থাকবে এর পেছনে। উল্লেখ্য,শুক্রবার মেলাঘর পুর পরিষদের ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা চিন্তাহরণ পাল সহ উনার স্ত্রী ও যুবতী মেয়ের মৃতদেহ একসঙ্গে পাওয়া যায় একই বিছানায়। ধারণা তারা আত্মহত্যা করেছে একসঙ্গে। ঘটনা জানাজানি হতেই সর্বত্র চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কি কারণে তিনজন একসঙ্গে চরম পথ বেছে নিয়েছে তা নিয়েও উঠছে প্রশ্ন। শনিবার সেই বাড়িতে যান বিরোধী দলনেতা অনিমেহস দেববর্মা। তিনি মৃতদের আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। মৃত্যুর ঘটনার কারণ বের করার দাবি জানান।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল