AIDSO,AIDYO,AIMSS –র তরফে ক্ষুদিরামকে শ্রদ্ধা

আগরতলা : প্রতিবছরের মতো এবারো রাজধানী সহ রাজ্যের বিভিন্ন জেলায় ক্ষুদিরাম বসুকে জন্মদিনে স্মরণ করা হয় AIDSO,AIDYO,AIMSS এর উদ্যোগে। রবিবার তিন সংগঠন যৌথ ভাবে কর্মসূচী গ্রহণ করে। এদিন সকালে কেন্দ্রীয় ভাবে আগরতলায় হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ডি এস ও-র নেতৃত্ব মৃদুল কান্তি সরকার সহ অন্যরা।বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৫ তম জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করেন ক্ষুদিরামের প্রতিকৃতিতে নেতৃত্ব। পরে মৃদুল কান্তি সরকার বলেন, ছাত্র- যুবদের মধ্যে দেশাত্মবোধক মূল্যবোধ জাগ্রত করতে হলে ক্ষুদিরাম সহ মনীষীদের জীবন ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে।  পাশাপাশি এদের জন্ম ও শহীদ দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে অল্প সময়ের হলেও অনুষ্ঠান করা প্রয়োজন।

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস