রাজধানীর ধলেশ্বরে বিকাশ শিবির ও প্রতি ঘরে সুশাসন- টু কর্মসূচী

আগরতলা : দেশের অর্থনৈতিক কাঠামো থেকে শুরু করে সব বিষয়ে সুদৃঢ় করার জন্য প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকল্প গুলি আরও সুচারু রূপে চালু করার জন্য সুবিধা ভোগীরা যাতে সরাসরি এগুলি সম্পর্কে জানতে পারেন এর সুযোগ নিতে পারেন এর জন্য মোদী বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেছেন। রাজ্য সরকারও চাইছে কেন্দ্র ও রাজ্যের গৃহীত প্রকল্প গুলি সমস্ত সুবিধা ভোগীদের কাছে পৌঁছে যায়।রাজধানীর ধলেশ্বর কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিকাশ শিবিরে একথা বলেন সমাজ সেবী রাজীব ভট্টাচার্য। পুর নিগমের তরফে বিভিন্ন জোনে করা হচ্ছে বিকাশ মেলা ও প্রতি ঘরে সুশাসন- টু কর্মসূচী। এরই অঙ্গ হিসেবে রবিবার নিগমের পূর্ব জোনের তরফে হয় কর্মসূচী। উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজসেবী রাজীব ভট্টাচার্য, চন্দ্র শেখর দে, নব্যেন্দু ভট্টাচার্য, কর্পোরেটর সুখময় সাহা সহ অন্যরা। এদিন সরকারী বিভিন্ন দপ্তর স্টল খুলে বসে। প্রচুর সংখ্যায় নারী- পুরুষ, পি আর টি সি, আধার সহ বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র শিবিরে এসে তৈরি করেন। এতে খুশি লোকজন। এদিন আগরতলা পুর নিগমের মেয়র বলেন, পূর্বতন সরকারের সময়ে কেন্দ্র ও রাজ্যের সুযোগ গুলি সব মানুষের পাওয়ার কথা সেগুলি মানুষ পাননি। বর্তমানে শিবির গুলি থেকে মানুষ অনেক সুবিধা পাচ্ছেন।

Related posts

Govt committed to provide quality, digital education: CM

ননীগোপাল স্মৃতি ফুটবল আসরে অনূর্ধ্ব- ১৩ ও ১৭ বিভাগে শিরোপা দখল গোমতী জেলার

২০১১ সালে জনগণনার সময় জাতিগত জনগণনার বিরোধিতা করে কংগ্রেস—রাজীব