আগরতলা : মণিপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত মাস দুয়েক ধরেই। অশান্ত ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে হাজার হাজার মানুষ বাড়ি ঘর ছাড়া। বহু মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন।থাকা- খাওয়ার হাহাকার। এখন পর্যন্ত অনেকের প্রানহানির ঘটনা ঘটছে এবং ঘটে চলেছে। কোন মতেই থামছে না দাঙ্গা। অশান্ত মণিপুরের এই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে রাজ্যের বিভিন্ন সংস্থা, সংগঠন। এবার শরণার্থী শিবিরে থাকা লোকজনের পাশে দাঁড়াল আগরতলার অভয়নগর পুথিবা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটি। বুধবার সংস্থার উদ্যোগে তাদের জন্য মশারি পাঠানো হয়। এই উপলক্ষ্যে এদিন হয় এক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কর্পোরেটর হীরালাল দেবনাথ, কর্পোরেটর সান্তনা সাহা সহ অন্যান্যরা। মেয়র এদিন জানান, কেন্দ্রের সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে অশান্ত মণিপুরে শান্তি ফিরিয়ে আনার। ত্রিপুরা থেকে ত্রাণ সামগ্রীও কিছুদিন আগে পাঠানো হয়েছে মণিপুরে শিবিরে থাকা লোকজনের জন্য।
অশান্ত মণিপুরের ঘরছাড়াদের জন্য পাঠানো হল মশারি
166