আগরতলা : মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকায় এক দোকানে দুষ্কৃতকারীদের তাণ্ডব।ঘটনা রবিবার রাজধানীর লালমাটিয়া এলাকায়। ঘটনা জানিয়ে পশ্চিম আগরতলা থানায় মামলা করলেন দোকানের মালিক। দুর্বৃত্তদের বিরুদ্ধে কড়া হুশিয়ারি আগেই দিয়ে রেখেছেন বর্তমান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এসব মাঝে বন্ধ থাকলেও রবিবার চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে অন্য ছবি। তিন রাজ্যে বিজেপির জয়ে উৎফুল্ল হয়েও কতিপয় দুষ্কৃতকারী সন্ত্রাসের পথ বেছে নেয় বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে খোদ মুখ্যমন্ত্রীর নিজ বিধানসভা কেন্দ্রে এক অংরেস কর্মীর দোকানে হামলা চালায় হেলমেট পরে কতিপয় দুর্বৃত্ত। এমনই অভিযোগ দোকান মালিক বিশ্বজিত বনিকের। অভিযোগ দোকান ভাঙচুরের পাশাপাশি লুটপাটও চালায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিস। মামলা নিয়ে তদন্তে নেমেছে। দাবি উঠেছে দুর্বৃত্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির।
রাজধানীতে এক দোকানে ভাঙচুর- লুটপাটের অভিযোগ দুর্বৃত্তদের বিরুদ্ধে
260
previous post