সুশাসন শিবির নিয়ে পশ্চিম জেলার পর্যালোচনা সভা

আগরতলা : নরেন্দ্র মোদী শুধু প্রতিশ্রুতি দেয় না, মোদী প্রতিশ্রুতি পূরণ করে। মঙ্গলবার পশ্চিম জেলায় পর্যালোচনা সভায় একথা বললেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্যায় নিয়ে পশ্চিম জেলাভিত্তিক পর্যালোচনা সভা হয়।রাজ্য অতিথিশালায় জেলা ভিত্তিক পর্যালোচনা সভা হয় জেলা শাসক অফিসের উদ্যোগে। কর্মসূচির সাথে যুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং সেগুলোর সঠিকভাবে কতটা বাস্তবায়িত হয়েছে সেই বিষয়ে এক পর্যালোচনা বৈঠক হয়। এতে পৌরহিত্য করেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়িকা স্বপ্না দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার,পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য, সচিব পি কে চক্রবর্তী সহ বিভিন্ন ব্লকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তিন মহকুমার মহকুমা শাসক, লাইন ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিকরা। সভায় মন্ত্রী রতন লাল নাথ বলেন, পশ্চিম জেলায় যাতে কর্মসূচী ১০০ শতাংশ সফল হয় এবং অন্য জেলা থেকে যাতে এই জেলা এগিয়ে থাকে। তিনি আরও বলেন, এই প্রথম কোন প্রধানমন্ত্রী দেশের অন্তিম ব্যক্তির সুবিধার জন্য চিন্তা করে।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন