প্রতাপগড় মণ্ডলে সাংগঠনিক বৈঠক ভারতীয় জনতা পার্টি

আগরতলা : রাজ্যের দুটি লোকসভার আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া, সংগঠনকে আরও বেশি শক্তিশালী করা এবং মানুষের কাছে সংগঠনকে পৌঁছে দেওয়ায় লক্ষ্য। সেই লক্ষ্যে রাজ্যের বিভিন্ন মণ্ডলে হচ্ছে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক বৈঠক। বুধবার লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বৈঠক হয় প্রতাপগড় মন্ডলে।বনকুমারি সমর চৌধুরী স্মৃতি ভবনে হয় সাংগঠনিক বৈঠক। এতে অংশ নেন মণ্ডল কমিটির সদস্য, শক্তি কেন্দ্রের ইনচার্জ,মণ্ডল এলাকার পুর নিগমের সব কর্পোরেটর, ওয়ার্ড সভাপতি, সাতটি মোর্চার সভাপতিরা। সংগঠনকে কিভাবে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক তথা সহ-সভাপতি রেবতী মোহন দাস ও মণ্ডল সভাপতি।

Related posts

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন

সমবায় ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দেশকে শক্তিশালী করা সম্ভব হবে: মুখ্যমন্ত্রী