নিরমহলে ব্যবহারের অনুপযোগী জলের ট্যাঙ্ক- অভিযোগ

আগরতলা : রাজ্যের পর্যটনকে ঢেলে সাজানোর জন্য প্রয়াস নিচ্ছে রাজ্য সরকার। নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছে পর্যটনের বিকাশে সংশ্লিষ্ট দপ্তর। কিন্তু বাস্তবে জত্নের অভাবে বিভিন্ন জায়গায় পর্যটন কেন্দ্র গুলি ধুঁকছে। অভিযোগ পর্যটকরা সেইসব স্থান গুলিতে গেলেও সঠিক পরিষেবা পাচ্ছেন না।ফলে হতাশ পর্যটকরা। অথচ পর্যটনের মাধ্যমে রাজ্যের আয় বৃদ্ধির পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের অনেক সুযোগ রয়েছে। আর একে কাজেও লাগাতে চাইছে সরকার। কিন্তু। তা কি বাস্তবে হচ্ছে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আমজনতার মধ্যে। রাজ্যের পর্যটন কেন্দ্র গুলির মধ্যে একটি হল মেলাঘরের নির মহল। প্রতিবছর সেখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। বিশেষ করে শীতের মরশুমে। সেখানে পিকনিকের জন্য ভিড় জমান বহু মানুষ। অথচ এই পর্যটন স্থলে পানীয় জলের উৎসের বেহাল দশা। অভিযোগ জলের জন্য যে ট্যাঙ্ক রয়েছে সেটি আগাছায় ছেয়ে আছে। অভিযোগ সঠিক ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। ফলে ব্যবহারের অনুপযোগী। দাবি উঠেছে সরকারের ইচ্ছে বাস্তবে রূপ দিতে পর্যটনের বিকাশ ঘটাতে এই পর্যটন কেন্দ্রের দিকে যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দেয়।

Related posts

সংবিধান কার্যকরের ৭৫ বছর পূর্তিতে রাজ্যেও বছর ব্যাপী কর্মসূচী

পুলিসের মহানির্দেশকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ডেপুটেশন টিসিএর

রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান চালালো ট্রাফিক পুলিশ