তিন দফা দাবিতে কৃষকসভার তরফে খাদ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

আগরতলা : মহাকরণে বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে রাজ্যের কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে ডেপুটেশনে মিলিত হয় রাজ্য কৃষকসভার এক প্রতিনিধি দল।সাম্প্রতিক ধান কেনা নিয়ে যে সরকারী বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে যে ন্যুনতম সহায়কমূল্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে কৃষকসভা আপত্তি জানিয়েছে।একই সঙ্গে এই ধান কেনার ব্যাপারে এক শ্রেণীর অসাধু দালাল ব্যাপক সমস্যার সৃষ্টি করে যা বিগত দিনে দেখা গেছে।এর ফলে প্রকৃত কৃষকরা বঞ্চিত হচ্ছে বলে প্রতিনিধি দলের পক্ষে রাজ্য কৃষকসভার সম্পাদক পবিত্র করে অভিযোগ করেন।একই সঙ্গে প্রতি মরসুমে ধান তোলার সাথে সাথে ধান ক্রয় করার ঘোষণা সরকারের তরফে দেওবার দাবিও কৃষকসভা করেছে।সাংবাদিক সম্মেলনে পবিত্র কর বলেন রাজ্য সরকার কৃষকদের সহায়ক মূল্য দেওয়ার ঘোষণা নরেন্দ্র মোদি ২০১৪ সালে নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার পরিপন্থী।তিনি বলেন এখন রাজ্য সরকার প্রতি কেজিতে ২১ টাকা ৮৩ পয়সা দেওবার ঘোষণা করেছে। রাজ্য কৃষকসভার দাবি ২৮টাকা ৮৩ পয়সা।মন্ত্রী বিষয়টি মেনে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান।একই সঙ্গে ধান ক্রয়ের জন্য যে ৪৯টি কেন্দ্র বাছাই করেছে সেখানে একটিও উপজাতি এলাকা নেই।বিকল্প হিসেবে ৫৮ টি ব্লকে খোলা হলেও সমস্যার অনেকটা সমাধান হতে পারে বলে মন্ত্রীকে জানিয়েছেন।মন্ত্রী বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। নভেম্বর মাসের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা এখনো কোনো সাহায্য পায়নি বলে সাংবাদিক সম্মেলনে পবিত্র কর অভিযোগ করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জি এম পি নেতা প্রণব দেববর্মা, কৃষকসভার সহ-সম্পাদক রতন দাস।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি