সশস্ত্র বাহিনী পতাকা দিবস রাজ্যেও পালন করা হয়

আগরতলা : ১৯৪৯ সাল থেকে ৭ ডিসেম্বর সারাদেশে সশস্ত্র বাহিনীর পতাকা দিবস হিসাবে পালন করা হয়। প্রতিবছর এই দিবসটি উদযাপন করা হয়। শহীদদের সম্মান জানাতে যারা বীরত্বের সাথে সীমান্তে যুদ্ধ করে এবং দেশের সম্মান রক্ষায় লড়াই চালিয়ে যান তাদের জন্য এই দিবসটি পালন করা হয়। প্রতিবছরের মতো এবছরও সৈনিক বোর্ডের তরফে আগরতলায় দিবসটি পালিত হয়। এদিনে লোকজনের মধ্যে পতাকা লাগিয়ে অর্থ সংগ্রহ করা হয়। লোকজন স্বেচ্ছায় এই অর্থ দান করেন নিজেদের সাধ্যমতো। বৃহস্পতিবার সকালে সৈনিক বোর্ডের তরফে এনসিসি ক্যাডেটদের নিয়ে শহরের বিভিন্ন দোকান ও পথচলতি লোকজনের কাছ থেকে সৈনিকদের পরিবারের জন্য অর্থ সংগ্রহ করা হয়। প্রাকৃতিক দুএজগ উপেক্ষা করেই তারা এই কর্মসূচী পালন করেন।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী