গাড়ি চালক খুন কাণ্ডে গ্রেপ্তার স্থানীয় ক্লাব সম্পাদক

Screenshot 2023 12 07 21 41 10 276 com.simplemobiletools.gallery.pro edit

আগরতলা : গাড়ি চালক বলরাম সাহা খুন কাণ্ডে পুলিসের জালে স্থানীয় ক্লাবের সম্পাদক। ধৃতকে বৃহস্পতিবার আদালতে পেশ করে পুলিস। ঘটনায় আরও কয়েকজন রয়েছে বলে পুলিসের প্রাথমিক তদন্তে অনুমান।বলরাম সাহা ও ধৃত জয়ন্ত দেবের মধ্যে কোন ঝামেলার কারনেরি ঘটনা বলে পুলিসের প্রাথমিক ধারণা। ঘটনাটি ঘটে চলতি বছরের ২৬ নভেম্বর। রাজধানীর পশ্চিম ভুবনবন এলাকার বাসিন্দা বলরাম সাহা। পেশায় একজন গাড়ি চালক। একটি অনুষ্ঠানের জন্য স্থানীয় ক্লাবের বৈঠকে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন বলরাম সাহা। রাতে খোঁজ না পেয়ে রামনগর ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল পরিবারের তরফে। পরের দিন বাড়ির অনতিদূরে বলরামের মৃতদেহ পাওয়া যায় ধানি জমির মাঝে ড্রেনের জলে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের বাবা থানায় মামলা দায়ের করেন। পুলিস ঘটনার তদন্ত চালিয়ে অবশেষে বুধবার রাতে স্থানীয় ক্লাব সম্পাদক জয়ন্ত দেবকে গ্রেপ্তার করে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র