প্রথম সাপ্তাহিক সংস্কৃতি হাটের উদ্বোধন ১০ ডিসেম্বর

আগরতলা : মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে ১০ ডিসেম্বর শহরতলী নন্দননগর নোয়াবাদী সড়কের সেনপাড়ায় উদ্বোধন হবে বাংলা- সংস্কৃতি বলয়ের ব্যতিক্রমী ভাবনার প্রথম সাপ্তাহিক সংস্কৃতি হাট। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান প্রতিষ্ঠানের সভাপতি সেবক ভট্টাচার্য। তিনি জানান বাংলা-সংস্কৃতি বলয় একটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এই সংগঠনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাপ্তাহিক সংস্কৃতি গ্রাম।প্রতি রবিবার দুপুর ১ টা থেকে সন্ধ্যে পর্যন্ত চলবে।তিনি জানান এতে থাকবে লোকসংস্কৃতি থেকে আধুনিক সংস্কৃতি ,সমকালিন সংস্কৃতি। গ্রাম-শহরের শিল্পীরা বাউল কীর্তনিয়ারা অপ্রথাগত মঞ্চে পরিবেশনা করবেন। সংস্থার সভাপতি সেবক ভট্টাচার্য জানান মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন সমাজকল্যাণ- সমাজশিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়, মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক রতন চক্রবর্তী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

Related posts

CM emphasizes discipline, team spirit through football

Tripura aims for Agricultural self-reliance: Ratan Lal Nath

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস