প্রথম সাপ্তাহিক সংস্কৃতি হাটের উদ্বোধন ১০ ডিসেম্বর

আগরতলা : মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে ১০ ডিসেম্বর শহরতলী নন্দননগর নোয়াবাদী সড়কের সেনপাড়ায় উদ্বোধন হবে বাংলা- সংস্কৃতি বলয়ের ব্যতিক্রমী ভাবনার প্রথম সাপ্তাহিক সংস্কৃতি হাট। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান প্রতিষ্ঠানের সভাপতি সেবক ভট্টাচার্য। তিনি জানান বাংলা-সংস্কৃতি বলয় একটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এই সংগঠনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাপ্তাহিক সংস্কৃতি গ্রাম।প্রতি রবিবার দুপুর ১ টা থেকে সন্ধ্যে পর্যন্ত চলবে।তিনি জানান এতে থাকবে লোকসংস্কৃতি থেকে আধুনিক সংস্কৃতি ,সমকালিন সংস্কৃতি। গ্রাম-শহরের শিল্পীরা বাউল কীর্তনিয়ারা অপ্রথাগত মঞ্চে পরিবেশনা করবেন। সংস্থার সভাপতি সেবক ভট্টাচার্য জানান মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন সমাজকল্যাণ- সমাজশিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়, মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক রতন চক্রবর্তী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী