উদয়পুর মাতাবাড়িতে পূজা দিলেন মেয়র

আগরতলা : অহংকার মুক্ত থেকে যাতে পুর বাসিন্দাদের সমস্যা সমাধানে কাজ করতে পারেন এই প্রার্থনা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে রাখলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শুক্রবার সকালে তিনি উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে যান পূজা দিতে। নিয়ম মেনেই পূজা দেন মেয়র দীপক মজুমদার। ভারতীয় জনতা পার্টি পরিচালিত আগরতলা পুর নিগমের দুই বছর পূর্তি হল শুক্রবার।২০২১ সালের এমনই দিনে কর্পোরেটর হিসেবে জয়ী হয়ে মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন দীপক মজুমদার। শুক্রবার দ্বিতীয় বর্ষপূর্তির দিনে তিনি সকালেই মাতাবাড়িতে গিয়ে পূজা দেন এবং মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন। তিনি মায়ের কাছে প্রার্থনা করলেন যেন মা ওনাকে শক্তি দেয় পুর নাগরিকদের সেবা করার।প্রতিটি নাগরিক পরিষেবায় নিজেকে যাতে নিয়োজিত করতে পারেন এই প্রার্থনাই করেন মায়ের কাছে।

Related posts

এস সি মোর্চার জাতীয় সম্পাদকের উপস্থিতিতে বিজেপি অফিসে বৈঠক

রান্নার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে পথে নামলো সিপিএম

কলকাতায় একটি টিভির রিয়েলিটি শোতে সাফল্য পায় রাজ্যের রাজস্মিতা