আগরতলা : সিপিএম শাসনে আগরতলা পুর নিগমের জন প্রতিনিধিদের উপর ২৩ নম্বর ওয়ার্ডের নাগরিকরা যে ভরসা রেখেছিলেন সেই মতো কাজ করেননি। কিন্তু বর্তমান কর্পোরেটর অনেক কাজ করেছেন দুই বছরে। দুই বছরে কি কি কাজ হয়েছে তা লিখিত আকারে মানুষের কাছে কিছু দিনের মধ্যে তুলে দেওয়া হবে। এছাড়া কোন কাজ আগামী দিনে করা হবে তাও তুলে ধরা হবে। রবিবার পুর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডে এক অনুষ্ঠানে একথা বললেন মেয়র দীপক মজুমদার।আগরতলা পুর নিগমের দুই বছর পূর্তিতে বিভিন্ন ওয়ার্ডে কর্মসূচী নেওয়া হচ্ছে। রবিবার নিগমের ২৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে হয় মতবিনিময় সভা।উপস্থিত ছিলেন নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজ সেবী রাজীব ভট্টাচার্য, অসীম ভট্টাচার্য, কর্পোরেটর মণি মুক্তা ভট্টাচার্য সহ অন্যরা। এলাকায় দুই বছরে কি কি কাজ হয়েছে তা যেমন উঠে এসেছে আলোচনায় তেমনি কি করা হবে পরিকল্পনাও তুলে ধরা হয়।
দ্বিতীয় বর্ষপূর্তিতে নিগমের ২৩ নম্বর ওয়ার্ডে মতবিনিময়
115
previous post