এলাকার দুঃস্থদের মধ্যে বস্ত্র বিলি করলো পুর নিগমের ৭ নম্বর ওয়ার্ড

আগরতলা : 7 NOবর্তমান আগরতলা পুর নিগম প্রতিটি ওয়ার্ডে যতটা উন্নয়ন করার কথা এর থেকে বেশি কাজ করা হয়েছে। আরও কাজ কিছু বাকি রয়েছে। প্রতিটি ওয়ার্ডে ব্যাপক কাজ হয়েছে। সোমবার পুর নিগমের ৭ নম্বর ওয়ার্ডে এক অনুষ্ঠানে এই দাবি করলেন নিগমের মেয়র দীপক মজুমদার। বিজেপি পরিচালিত বর্তমান পুর নিগমের দুই বছর পূর্ণ হয়েছে। এই দুই বছর পূর্তিতে পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন কর্মসূচী নেওয়া হচ্ছে। সোমবার আগরতলা বিধানসভা এলাকায় ৭ নম্বর ওয়ার্ডে হয় অনুষ্ঠান। এদিন ওয়ার্ড অফিস প্রাঙ্গণে অনুষ্ঠানে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার ছাড়াও মেয়র ইন কর্পোরেটর হীরা লাল দেবনাথ, কর্পোরেটর জয়া ধানুক, সমাজসেবী সূর্য কুমার দেব অন্যরা।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে