অদ্বৈত অতিথিশালার বেহাল দশা দেখলেন মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা : রাজধানীতে অদ্বৈত অতিথি শালার করুণ ছবি ধরা পড়লো খোদ দপ্তরের মন্ত্রীর পরিদর্শনে। অতিথি শালায় মিলল মদের বোতল। অপরিচ্ছন্ন শৌচালয় সহ বিভিন্ন জায়গা। ক্ষুব্ধ মন্ত্রী সাত দিনের সময় বেঁধে দিলেন। অন্যথায় কর্মীদের ছাতাইয়ের হুশিয়ারি দিলেন। রাজধানীতে রয়েছে ত্রিপুরা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধীনে অদ্বৈত অতিথিশালা। রাজধানীতে এই অংশের মানুষ যারা লেখাপড়া কিংবা অন্য কাজে আসেন তাদের কম খরচে থাকার ব্যবস্থা রয়েছে এতে। আর এই অতিথিশালার অবস্থা খুবই বেহাল। অভিযোগ অব্যবস্থার মধ্য দিয়ে চলছে এটি। বুধবার আচমকা দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, সচিব, অধিকর্তা সহ অন্যদের নিয়ে অদ্বৈত অতিথিশালা পরিদর্শনে যান। মন্ত্রী নিজের চোখে সমস্ত কিছু প্রত্যক্ষ করেন। তিনি ক্ষোভ উগরে দেন। কর্মীদের ভূমিকায় ক্ষোভ জানান। মন্ত্রী পরে অসন্তোষ প্রকাশ করে সাফ জানান, আগামী এক সপ্তাহের মধ্যে সংশোধন করতে না পারলে যারা আছেন তাদের ছাঁটাই করা হবে। যারা অতিথি আসেন তাদের যদি সঠিক পরিষেবা দিতে না পারেন তাহলে কর্মীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে