155
আগরতলা : সপ্তাহব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে আগরতলা এডিনগরের সর্বধর্ম মিশন। প্রতিষ্ঠানের ১০৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নেওয়া হয়েছে সাতদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী। শনিবার সাংবাদিক সম্মেলনে কর্মসূচী তুলে ধরেন মিশনের কর্মকর্তারা। চলতি মাসের ১৮ তারিখ তাদের কর্মসূচী শুরু হয়ে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানান সর্ব শ্রম মিশনের সম্পাদক তাপস পাল।তিনি জানান, প্রথম দিন উৎসবের উদ্বোধন হবে। দ্বিতীয় দিনে থাকবে রক্তদান শিবির।কর্মসূচীতে থাকবে বর্ধিত সাধারণ সভা, সংগীত, নৃত্য, বাছাই করা এলাকার পড়ুয়াদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেনসহ-সভাপতি হরিপদ সাহা, প্রবীণ সদস্য কালিপদ পাল, মুখপাত্র অমিতাভ সাহা,সদস্য অরুন দাস সহ অন্যরা।