অ্যালবার্ট এক্কা পার্কে শ্রদ্ধা জ্ঞাপন রাজ্যপালের

আগরতলা : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ৯৩ জন পাকিস্তানি আর্মি আত্মসমর্পণ করেছেন। যা কিনা বিওশ্বের মধ্যে সবচেয়ে বড় এই ঘটনা। পার্শ্ববর্তী রাতের প্রতি জে সহযোগিতা-সমর্থন জারি থাকবে। বাংলাদেশের বিজয় দিবসের দিনে একথা বললেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডী নাল্লু। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের বিজয়ে ভারতের বিশাল অবদান রয়েছে। যুদ্ধে শহীদ হয়েছেন অনেক ভারতীয় সেনা। তাই পার্শ্ববর্তী রাষ্ট্রের বিজয় দিবসের দিনে আগরতলায়ও অনুষ্ঠান। শ্রদ্ধা জানানো হয় শহীদ সেনা জওয়ানদের। শনিবার সকালে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আগরতলা লিচুবাগান এলাকায় অ্যালবার্ট এক্কা মেমোরিয়ালে শ্রদ্ধা জ্ঞাপনের আয়োজন করা হ্য।সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, জেলা শাসক সহ ইন্ডিয়ান আর্মির অফিসাররা। উপস্থিত সকলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিতে নির্মিত শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিন রাজ্যপাল পতাকা নেড়ে মৈত্রী বাইক এবং বাইসাইকেল রেলির সূচনা করেন।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি