অর্থনীতি সহ সবদিকে দ্রুত এগিয়ে যাচ্ছে ভারত—রতন

আগরতলা : অর্থনীতি সহ সবদিকে দ্রুত এগিয়ে যাচ্ছে ভারত। মাথা পিছু ৫ কেজি করে ৮১ কোটি মানুষ বিনামূল্যে চাল পাচ্ছে। পৃথিবীর কোন দেশে নেই। এর মানে ভারতের অর্থনীতি বুনিয়াদ অনেক বেশি শক্তিশালী। ত্রিপুরায় ২৯ লাখ লোক ৫ কেজি করে মাথাপিছু চাল পাচ্ছেন। যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে বিশ্বের প্রথম স্থানে চলে যাচ্ছে।ভারতের এই উত্থান অনেকে সহ্য করতে পারছে না।রবিবার ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির একাদশ দ্বি-বার্ষিক সম্মেলনে একথা বললেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ।রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং প্রেক্ষাগৃহে হয় সংগঠনের একদিনের সম্মেলন। এতে বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা অংশ নেন।এদিনের অনুষ্ঠানে ৮ জন প্রগতিশীল কৃষককে সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, উদ্যান দপ্তরের অধিকর্তা ফনীভূষণ জমাতিয়া, সমিতির সাধারণ সম্পাদক সুজিত দাস, সমিতির সভাপতি রাজীব ঘোষ।সম্মেলনে আলোচনা করতে গিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন মন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, আগামী দুই বছরে যাতে খাদ্যে স্বয়ম্ভর হতে পারে খোয়াই, ধলাই ও ঊনকোটি জেলা। এদিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল