আগরতলা : রাজ্যের ৪১ টি জায়গায় ভূমিকম্প নিয়ে একুশ ডিসেম্বর মহড়া অনুষ্ঠিত হবে। রাজ্যবাসীকে সচেতন করতে এধরনের মহড়ার আয়োজন করা হচ্ছে। বিদ্যালয়,হাসপাতাল, সরকারি বাড়ি, বসতি এলাকা, বাজার, সেতু, রাসায়নিক বিপর্যয় হতে পারে এমন স্থানগুলোতে হবে মহড়া।৪১টি জায়গার মধ্যে পশ্চিম জেলায় রয়েছে ছয়টি স্থান। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্যস্ব দপ্তরের সচিব ডঃ টি কে দেবনাথ। সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্টের স্টেট প্রজেক্ট অফিসার শরত দাস। সচিব জানান ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত ত্রিপুরা। ভূমিকম্পে যদি রাজ্যে ক্ষতি ক্ষতি হয় তবে কিভাবে কাজ করা হবে তার প্রস্তুতির জন্যই এই মহড়ার আয়োজন। তিনি জানান ২১ ডিসেম্বর রাজ্যের ৪১টি জায়গায় মহড়া হবে একসঙ্গে। রাজস্ব দপ্তরের সচিব আরো জানান মুখ্য সচিব জে কে সিনহার পৌরহিত্যে রাজ্য স্তরে একটি বৈঠক হয়েছে।জাতীয় বিপর্যয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একজন সদস্য রাজ্য সফরে এসেছেন। তার উপস্থিতি হয়েছে বৈঠক। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।