আগরতলা : নিজ এলাকার পুকুরের জলে মিলল মোটর বাইক সহ এক ব্যক্তির মৃতদেহ।তাঁর নাম অমরেশ শর্মা। মৃত ব্যক্তি পেশায় ছিলেন ডেকোরেটার। ঘটনায় রানীরবাজার দুর্গানগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গেছে রাত আনুমানিক ১ টার সময় ঘটনাটি ঘটেছে। রাতেই লোকজনের নজরে আসে ঘটনাটি। লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে রাতে বাড়ি যাওয়ার পথে হয়তো দুর্ঘটনায় পড়ে মোটর বাইকটি। তখনই পুকুরে পড়ে যান অমরেশ কুমার শর্মা। এলাকার লোকজন জানান, রাস্তার অনেকটা জায়গা পুকুরে চলে গেছে। ফলে দুর্ঘটনা অনেক সময় ঘটে। তবে মর্মান্তিক মৃত্যুর ঘটনা এই প্রথম ঘটেছে। জানা গেছে মৃত অমরেশ শর্মা ছিলেন একজন ১০৩২৩ চাকরি চ্যুত শিক্ষক। চাকরি চলে যাওয়ার পর সংসার চালাতে ডেকোরেটারের কাজ শুরু করেছিলেন। তবে এটি কি নিছক দুর্ঘটনা নাকি অন্যকিছু খতিয়ে দেখছে পুলিস।