আগরতলা : সংগঠনের প্রয়াত প্রবীণ নেত্রিত্বদের শ্রদ্ধা জানানোর জন্য সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি আহ্বান জানিয়েছে রাজ্য কমিটি গুলিকে। সেই মতো সংগঠনের প্রথম সাধারণ সম্পাদিকা সুশীলা গোপালনকে স্মরণ করা হয়। রাজ্যে প্রথম বারের মতো মঙ্গলবার প্রয়াত নেত্রীকে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির তরফে। এদিন সমিতির রাজ্য দপ্তরে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান।সভার শুরুতে উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নারী নেতৃত্ব।উপস্থিত ছিলেন নারী নেত্রী রমা দাস, কৃষ্ণ রক্ষিত, ছায়া বল, কৃষ্ণা মজুমদার,মিতালী ভট্টাচার্য সহ অন্যরা। নারী নেত্রী রমা দাস সুশীলা গোপালনের স্মৃতিচারণা করতে গিয়ে তিনি জানান কেরালায় জন্ম গ্রহণ করেছিলেন সুশীলা গোপালন বিত্তশালী পরিবারে। বিশাল সংগ্রামী জীবন ছিল সুশীলা গোপালনের।
সংগঠনের প্রথম সাধারণ সম্পাদিকাকে শ্রদ্ধা বাম নারী সমিতির
191
previous post