মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার জন্য এসডিএমের কাছে স্মারকলিপি যুব কংগ্রেসের

আগরতলা : বাজারে সবজি সহ বিভিন্ন জিনিসের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে চলেছে। নাভিশ্বাস উঠছে আমজনতার। মানুষের ক্রয়ক্ষ্মতার বাইরে চলে যাচ্ছে জিনিস পত্রের মূল্যবৃদ্ধি। কাঁচা মরিচ, টমেটো, আদার মূল্য আকাশছোঁয়া। এই অবস্থায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবিতে সরব হল যুব কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফে বৃহস্পতিবার ডেপুটেশন দেওয়া হয় সদর মহকুমা শাসকের কাছে। প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন ছাত্র নেতা রাকেশ দাস, যুব নেতা কৃষ্ণেন্দু ঘোষ, আমির হোসেন, শাহ জাহান, শ্রেয়সী লস্কর সহ অন্যরা। স্মারকলিপি পেশের পরে নেতৃত্ব মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিযোগ করেন, একদল অসাধু ব্যবসায়ী কালোবাজারি করছেন প্রশাসনের কোন হেলদোল নেই। কালোবাজারিদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য প্রশাসনের কোন পদক্ষেপ নেই বলে অভিযোগ। সদর মহকুমা প্রশাসন যাতে মূল্যবৃদ্ধির লাগাম টানেন এই দাবি জানান তাঁরা। কালোবাজারিরা কিছু মুনাফার জন্য প্রতিনিয়ত সাধারণ মানুষকে হয়রানি করছেন।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র