আগরতলা : বিরোধীদের ধাবিয়ে রাখার চেষ্টা করছে। এই অভিযোগ এনে এর থেকে উত্তরণের জন্য জনমত গঠনের উপরে জোর দিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, জনমত গঠনের ক্ষেত্রে সামাজিক মাধ্যম একটি গুরুত্বপূর্ণ ভুমিকা গ্রহণ করতে পারে। দলের সোশ্যাল মিডিয়া সক্রিয় থাকলে প্রচার প্রসার বৃদ্ধি পায়। আশিস বাবু বর্তমান সরকারকে স্বৈরাচারি আখ্যা দিয়ে বলেন, এই সরকারের বিরুদ্ধে লড়াই বেগবান করার জন্য কর্মীরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। এদিন কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার উপরে এক কর্মশালা হয়।লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে এবং মানুষের কাছে পৌঁছে দিতে বর্তমানে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে এগিয়ে যেতে চাইছেন কংগ্রেস।এদিনের কর্মশালায় প্রদেশ কংগ্রেস সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়, প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব।
দলকে শক্তিশালী করতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার উপরে কর্মশালা
152
previous post