চুরি হওয়া ৯০টি মোবাইল উদ্ধার করলেন পুলিশ

আগরতলা : চলতি মাসের ১৬ তারিখ শ্রীনগর থানার অন্তর্গত ব্রজেন্দ্র নগর থেকে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় বুধবার ৯০ টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এদিন সন্ধ্যায় শ্রীনগর থানাতে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত তথ্য দিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে।

শ্রীনগর থানা এলাকা দিয়ে তাজুল ইসলাম নামে এক ব্যক্তি লড়িত করে প্রচুর পরিমাণ মোবাইল নিয়ে যাচ্ছিলেন চলতি মাসের ১৬ তারিখ। সকাল ৬ টা নাগাদ কতিপয় দুষ্কৃতী লড়ি থামিয়ে মোবাইল গুলো ছিনতাই করে নিয়ে যায়। এই বিষয়ে শ্রীনগর থানাতে একটি মামলা দায়ের হওয়ার পর বিশালগড় থেকে মৃণাল হোসেন উরফে ভুট্টুকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ব্রজেন্দ্রনগর এলাকার একটি রাবার বাগান ২ টি বস্তায় ৯০ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানান জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে। তিনি আরো জানান এই ঘটনার সাথে আরও অভিযুক্তরাও জড়িত রয়েছে। গ্রেপ্তার করা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। অন্যান্য অভিযুক্তদের অতিসত্বর গ্রেফতারের পাশাপাশি বাকি মোবাইল গুলো উদ্ধার করা হবে বলে আশা ব্যক্ত করলেন পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে।

Related posts

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন

সমবায় ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দেশকে শক্তিশালী করা সম্ভব হবে: মুখ্যমন্ত্রী