আগরতলা : ২৫ ডিসেম্বর বড়দিনে রাজধানীতে জনজাতি সুরক্ষা মঞ্চের নামে জে কর্মসূচী হওয়ার কথা ছিল তাঁর অনুমতি দেয়নি পুলিস।বিভিন্ন রাজনৈতিক দল-সংগঠনের তরফে এই কর্মসূচী বড়দিনে যাতে না হয় এর দাবি সরকারের কাছে জানানো হয়েছিল। বুধবার পুলিসের তরফে অনুমতি না দেওয়ার বিষয়টি জনজাতি সুরক্ষা মঞ্চকে জানিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সংগঠনের তরফে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সহ- সংযোজক কার্ত্তিক ত্রিপুরা সহ অন্যরা। তারা জানান জনজাতিদের পরম্পরাগত রীতি নীতি ও সংস্কৃতির সাংবিধানিক সুরক্ষার দাবি নিয়ে জনজাতি সুরক্ষা মঞ্চ, ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে ২৫ ডিসেম্বর ডিলিস্টিং র্যা লী এবং সমাবেশ অনুষ্ঠিত করার কথা ছিল।। তবে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার বিশেষ অনুরোধে সংগঠন ডিলিস্টিং র্যানলী এবং জনসভার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ডিলিস্টিং র্যা লী এবং জনসভা ২৫ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।