আগরতলা : দেশে তানাশাহী সরকার চলছে।এর বিরুদ্ধে রাস্তায় নেমে সোচ্চার হতে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আহ্বান জানান।সংসদ থেকে নজিরবিহীন ভাবে ১৪৬ জন সাংসদ সাসপেন্ড হবার প্রতিবাদে”ইন্ডিয়া” জোট সারা দেব্যাপী যে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছিল তার অঙ্গ হিসেবে ৫ বাম দলের ছিল মিছিল।পরে ওরিয়েন্ট চৌমুহনিতে সভায় এই প্রতিবাদ কর্মসূচি ব্যাখ্যা করে বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ তথা বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর।জিতেন চৌধুরী বলেন কয়েকটা জনবিরোধী বিলকে আইনী রূপ দিতে সংসদকে বিরোধী শূন্য করা হয়েছিল।মানুষের কন্ঠরোধ করতে সংসদকে বিরোধীশূন্য করে বিজেপি সরকার তার তানাশাহী রূপ স্পষ্ট করেছে বলে জিতেনবাবু অভিযোগ করেন।তিনি বলেন একজন বিজেপি সাংসদের দেওয়া পাস নিয়ে দুজন বহিরাগত সংসদ কক্ষে ঢুকে সংসদের নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে ফেলে।বিরোধীদলের সাংসদদের দাবি ছিল প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বিবৃতি দিন।এই সামান্য কারণে সাংসদদের বহিষ্কার করতে হবে? তিনি বলেন উদ্দেশ্য স্পষ্ট হয়েছে পরে যখন জনবিরোধী বিলকে আইনে পরিণত করল বিরোধীহীন সংসদে।তিনি বলেন বিজেপি সরকার কালো টাকার জোরে মানুষকে ভুল বুঝিয়ে কিছু নির্বাচন জিতেও বুঝেছে তাদের সময়ে শেষ হয়েছে তাই মানুষের মুখবন্ধ করতে স্বৈরতন্ত্রের দিকে দেশকে নিয়ে যাচ্ছে।বিরোধীদের ঐক্যবদ্ধ চেহারা দেখে বিজেপি সরকার ভয় পেয়েছে বলে তিনি মন্তব্য করেন ।এদিন ভানু ঘোষ স্মৃতি ভবন থেকে বিশাল মিছিল শহর পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমহনিতে সভায় মিলিত হয়।মিছিলে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম নেতা শঙ্কর প্রসাদ দত্ত, পবিত্র কর, নারায়ণ কর সহ অন্যরা।
রাজধানীতে মিছিল সভা ৫ বাম দলের
163
previous post