আগরতলা : লোকসভা নির্বাচনের আগে ঘর গোছাতে চাইছে কংগ্রেস। বিভিন্ন জায়গায় কম সংখ্যায় হলেও লোকজন কংগ্রেসে যোগ দিচ্ছেন বিভিন্ন দল ছেড়ে। শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এসে যোগ দেন প্রাক্তন পুলিস অফিসার বুধিরাই দেববর্মা। একই সঙ্গে এদিন তৃণমূল ছাড়লেন লোকসভা নির্বাচনে তৃণমূলের বিজিত প্রার্থী রীতা দেববর্মা।তাদের বরণ করে নেন কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী জারিতা লাইটফ্লাং, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়, সুদীপ রায় বর্মণ সহ অন্যরা। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে বৈঠক হয় দলের লিগ্যাল ও হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের।সভায় প্রায় ৪০ জন আইনজীবী অংশ নেন। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতৃত্ব।এই বৈঠকে সিদ্ধান্ত হয় প্রতিমাসে একবার এই সংগঠনের বৈঠক কংগ্রেস ভবনে করার।এদিনের সভায় প্রতিবাদ জানানো হয় চলতি সংসদ অধিবেশনে ১৪৬ জন সাংসদকে সংসদ থেকে বহিষ্কারের। প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, স্বৈরাচারি মোদী সরকার সংবিধান অমান্য করে চলেছে।