দূরপাল্লার ট্রেনে উঠার আগে গাঁজা সহ আটক দুই যুবক

আগরতলা : আগরতলা রেলস্টেশনে গাঁজা সহ আটক রাজ্যের দুই যুবক। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়েছে পুলিস। শনিবার তাদের আদালতে তোলা হয়। দূর পাল্লার ট্রেন ছাড়ার আগে প্রতিদিন জি আর পি ,আর পি এফ, বি এস এফ ইন্টেলিজেন্স যৌথ ভাবে যাত্রীদের ব্যাগ তল্লাশি চালায়। বিশেষ করে এন্ট্রি পয়েন্ট গুলিতে।প্রতিদিনের মতো শনিবার সকালে হামসফর এক্সপ্রেস ছাড়ার আগে তল্লাশি চালানোর সময়ে দুই যুবককে দেখে সন্দেহ হয় জি আর পি, আর পি এফের। তাদের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে পাওয়া যায় গাঁজা। ধৃত যুবকরা হলেন শঙ্কর দেবনাথ ও দেবাশিস দেবনাথ। তাদের কাছে পাওয়া যায় ২৫ কেজি গাঁজা। আগরতলা রেল পুলিসের এক আধিকারিক জানান, দুই যুবক গাঁজা নিয়ে বিহারে যাচ্ছিল। এভাবে বিভিন্ন পন্থায় ত্রিপুরা থেকে গাঁজা বহিঃরাজ্যে পাচার করা হয়। তবে পুলিসি অভিযানে পাচারকারীরা অনেক ক্ষেত্রে পাচারে ব্যর্থ হয়। যা কিনা শনিবার দিন হল।

Related posts

তিপ্রাসাদের বিভিন্ন দাবির মীমাংসা হতে পারে দুই- তিন মাসের মধ্যে—প্রদ্যোত

উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২ তম প্লেনারি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

২৪ তম রাজ্য সম্মেলন নিয়ে সিপিআইএম প্রস্তুতি সভা