চুরি করতে গিয়ে হাতেনাতে ধৃত এক নেশাখোর

IMG 20231225 WA0936

আগরতলা : চোরের উৎপাত অব্যাহত রাজধানীতে। এবার প্রকাশ্য দিনের আলোতে চুরি করতে গিয়ে হাতেনাতে আমজনতার হাতে পাকড়াও এক যুবক। তাঁর কাছ থেকে উদ্ধার বিভিন্ন লোহার যন্ত্রপাঁতি ও নেশা সেবনের সামগ্রী।অভিযোগ এদিন এক বাড়ির পাইপ কাটার সময়ে ধরা পড়ে অভিযুক্ত। রামনগর ফাঁড়ির পুলিসের হাতে অভিযুক্তকে তুলে দিয়েছে জনতা। অভিযোগ একের পর এক বাড়ছে চুরির ঘটনা। রামনগর এলাকায় চোরের উৎপাত কিছুতেই কমছে না। অভিযোগ বাড়িঘর, বিভিন্ন ফ্ল্যাটে হানা দিচ্ছে চোরের দল। নিয়ে যাচ্ছে বিভিন্ন জিনিস। এতে উদ্বিগ্ন সচেতন মহল। অভিযোগ ক্রমাগত চুরি বন্ধে পুলিসের নেই কার্যকরী পদক্ষেপ। ফলে বাড়ছে চুরি। অভিযোগ নেশাসক্তরাই এসব ঘটনার পেছনে জড়িত। সোমবার এক যুবক ধরার পড়ার পরে তা ফের প্রমানিত।

Related posts

বনমালিপুর ও আগরতলা বিধানসভা কেন্দ্রে তিরঙ্গা রেলি

রাজধানীর রবীন্দ্রভবনে মৎস্য উৎসবের উদ্বোধন করলেন কেন্দ্রীয়মন্ত্রী

চুরির ঘটনায় এক চোরকে ধরে জনতা তুলে দিল পশ্চিম থানার হাতে