আগরতলা : রক্তের সংকট নিরসনে যুবদের উৎসাহিত দিতে নিজের জন্মদিনে রক্তদান শিবির দ্বিতীয়বারের মতো করলেন অমিয় কুমার দাস। তিনি ত্রিপুরা ট্রাইথলন এসোসিয়েশনের সম্পাদক।রাজ্যের এই খ্যাতনামা ক্রীড়াবিদ নিজের জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য সামাজিক কর্মসূচী হিসেবে রক্তদান শিবিরকে বেঁচে নিয়েছেন ২০২২ সাল থেকে। এবছর রক্তদান শিবির হয় সোমবার। রাজধানীর মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে হয় রক্তদান শিবির। শিবিরে বেশ উৎসাহ নিয়ে লোকজন- খেলোয়াড়রা রক্ত দেন। উপস্থিত ছিলেন বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবা সহ বিশিষ্টজনেরা। চলতি বছরেই অমিয় কুমার দাস উনার একটি কিডনি দান করেছেন ত্রিপুরা ট্রাইথলন এসোসিয়েশনের সম্পাদক অমিয় কুমার দাস বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবাকে। বর্তমানে দুইজনই সুস্থ।
নিজের জন্মদিনে দ্বিতীয়বার জন্মদিন পালন করলেন ক্রীড়াবিদ অমিয় কুমার দাস
260
previous post