আগরতলা : সাড়া জাগিয়ে শুরু হল আগরতলা ধলেশ্বর প্রান্তিক ক্লাবের প্রান্তিক উৎসব। রবিবার থেকে কর্মসূচী শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন সোমবার। প্রতিবছর ধলেশ্বর প্রান্তিক ক্লাবের তরফে হয় এই উৎসব। এবছর ৬ দিন ব্যাপী উৎসবের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা সমাজসেবী রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উৎসব পরিচালন কমিটির চেয়ারম্যান ডাঃ প্রদীপ ভৌমিক সহ অন্যরা। প্রান্তিক উৎসবে থাকবে স্বাস্থ্য সচেতনতা শিবির, ক্রীড়া প্রতিযোগিতা, মোমবাতি রেলি শহবিভিন্ন প্রতিযোগিতা সহ নৃত্য-সংগীতের আসর। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, এই উৎসবের প্রয়োজনীয়তা আছে।রাজ্যকে নেশা মুক্ত করার যে আন্দোলন কাজের মাধ্যমে অনেকটা এগিয়ে নিয়ে এসেছে প্রান্তিক ক্লাব কাজের মাধ্যমে।নেশা রাজ্যে একটা জ্বলন্ত সমস্যা। যারা বর্তমান ও আগামী প্রজন্ম যারা রাষ্ট্র গঠন করবে রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে কিংবা যারা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কারিগর হবে ভবিষ্যতে তাদের অনেকে নেশায় আসক্ত হয়ে যাচ্ছেন। মেয়র বলেন, এইডসে আক্রানহচ্ছেন অনেক যুবক- যুবতী ড্রাগসের মাধ্যমে