দত্তক নেওয়া গ্রামে মশারি- কম্বল বিলি করলেন এন এস এস স্বেচ্ছাসেবকরা

আগরতলা : দত্তক নেওয়া গ্রামের লোকজনদের মধ্যে কম্বল-মশারি বিলি করলেন মহিলা মহাবিদ্যালয়ের এন এস এস স্বেচ্ছাসেবকরা। মঙ্গলবার যোগেন্দ্রনগর আম্বেদকর পল্লিতে যান মহিলা মহাবিদ্যালয়ের এন এস এস স্বেচ্ছাসেবকরা। গ্রামের প্রায় দুঃস্থ ৩০ টি পরিবারের হাতে কম্বল- মশারি তুলে দেন। উপস্থিত ছিলেন বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রেবতী মোহন দাস, এন এস এস ইউনিট-র প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য সহ অন্যরা। এই গ্রামটিকে দত্তক হিসেবে নিয়েছে মহিলা কলেজের এন এস এস ইউনিট। বছরের বিভিন্ন সময়ে গ্রামের লোকজনের পাশে দাঁড়ায় ইউনিটের স্বেচ্ছাসেবকরা। এই ইউনিটের সপ্তাহব্যাপী বিশেষ শিবিরের শেষদিন ছিল মঙ্গলবার। এদিনেই এই কর্মসূচী গ্রহণ করে তারা। প্রাক্তন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস কৃতজ্ঞতা প্রকাশ করেন।যেভাবে এন এস এস ইউনিট এগিয়ে এসেছেন সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন